মুরাদনগর (কুমিল্লা): অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া মেলা আয়োজন করায় উদ্বোধনের আগেই তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে) দুপুরে অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
জানা যায়, বাখরাবাদ এলাকায় ১৫ দিনের একটি শিশু-কিশোর আনন্দ মেলার আয়োজন করেছিল স্থানীয় বাসিন্দারা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল ১৫ মে। তবে আয়োজক কমিটি কোনো ধরনের প্রশাসনিক অনুমতি না নেওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া জানান, “গত বছরেও একই স্থানে মেলা হয়েছিল। এবারও আয়োজন করেছিলাম। শুনেছি, অনুমতি না থাকায় প্রশাসন মেলা বন্ধ করে দিয়েছে।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, “প্রশাসনের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের জনসমাগম বা মেলা আয়োজন করা আইনগতভাবে বৈধ নয়। তাই নিয়ম অনুযায়ী মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”