নিজস্ব প্রতিবেদক :অনিক হাসান
মুরাদনগর, ১৫ মে ২০২৫:
আজ দিনব্যাপী মুরাদনগর উপজেলার দিলালপুর ও ধনীরামপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই বিশেষ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোমতী নদীর বেড়ীবাঁধের উপর গড়ে উঠা প্রায় এক কিলোমিটার এলাকায় গড়ে ওঠা ৪টি পাকা স্থাপনাসহ মোট ২০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর