শনিবার , ১৭ মে ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শেরপুরের উন্নয়নে জনতার বাঁধ: ৭ কিমি দীর্ঘ নাগরিক মানববন্ধন

প্রতিবেদক
এনামুল
মে ১৭, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ

শেরপুরে জেলা প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর), ১৫ মে: “উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়াই, দাবি আদায় আওয়াজ তুলি” – এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শেরপুরের রাজপথ। জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলাচত্বর পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার জুড়ে এক বিশাল নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার দুই শতাধিক বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানববন্ধন জনসমুদ্রে পরিণত হয়।

শেরপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র, সমন্বয়ক ও ব্যবসায়ীরা শেরপুরের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন, অপার সম্ভাবনাময় একটি জেলা হওয়া সত্ত্বেও শেরপুর এখনও অনেক মৌলিক অবকাঠামো ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জেলার টেকসই উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়নের ওপর তারা জোর দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী জেলার নাগরিক সমাজ শেরপুর প্রেসক্লাবের মাধ্যমে ৫ দফা ন্যায্য দাবি পেশ করেন। এই দাবিগুলো হলো:
*আধুনিক কৃষি, প্রযুক্তি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন।

  • আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে একটি সরকারি মেডিকেল কলেজ অথবা বিশেষায়িত হাসপাতাল নির্মাণ।
  • শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে (এটিআই) পূর্ণাঙ্গ কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।
  • যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে দ্রুত শেরপুর জেলাকে রেলপথের সাথে সংযুক্ত করা।
  • জেলার পর্যটন শিল্পের বিকাশে আধুনিক হোটেল-মোটেল স্থাপন, সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা ও বন সংরক্ষণ জোরদার করা।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল মানববন্ধনে শেরপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও যোগাযোগ খাতের পিছিয়ে পড়া অবস্থার কথা উল্লেখ করেন। তিনি দলমত নির্বিশেষে সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জেলার উন্নয়নে সোচ্চার হওয়ার আহ্বান জানান। শিল্পায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

মানববন্ধনের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, শেরপুরবাসী দীর্ঘকাল ধরে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। এই অচলাবস্থা ভাঙতে ঐক্যবদ্ধভাবে দাবি জানানোর বিকল্প নেই। আজকের এই নাগরিক মানববন্ধন সেই দাবিরই বহিঃপ্রকাশ।
এই বিশাল নাগরিক মানববন্ধন শেরপুরের উন্নয়ন আকাঙ্ক্ষাকে জোরালোভাবে তুলে ধরল এবং জেলার নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়ীর তারাগঞ্জে চার ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা: বিসিবির ভুল নীতির খেসারত?

নালিতাবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার: পলাতক অভিযুক্ত

শেরপুরের নালিতাবাড়িতে ২৫১ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারি আটক।

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকের ‘হা হা’ রিঅ্যাক্টকে কেন্দ্র করে বাল্যবন্ধুর হাতে কলেজছাত্র খুন

মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা: এলাকায় উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রতারণা থেকে রেহাই পাচ্ছে না পুলিশ, আইনজীবী, সাংবাদিক ও।

খুলনা মহানগরীতে অবৈধ জুয়া ও র‌্যাফেল ড্র এর বিরুদ্ধে কে এম পি পুলিশের অভিযান।

“বঙ্গবন্ধুর বাড়িতে হামলা: রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায়”

নালিতাবাড়ীতে কৃষি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি, আটক ৩ ট্রাক ও ১ ভেকু ।