কিশোরগঞ্জ প্রতিনিধি:
এক সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত গোলাম ফারুক এখন এলাকায় বিতর্কের কেন্দ্রে। মুক্তিযোদ্ধা সনদপত্রের অপব্যবহার, কোটা দুর্নীতি এবং ভুয়া পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার অভিযোগের পাশাপাশি সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ জনগণকে হয়রানি করার নতুন অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল করে নিচ্ছেন এবং কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন এবং এলাকার পরিবেশ দিন দিন অস্থির হয়ে উঠছে।
এছাড়া পুরনো অভিযোগ অনুযায়ী, তিনি তার ভাতিজিকে মেয়ে পরিচয়ে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন এবং পরিবার নিয়ে নানা ভুয়া পরিচয় ও জাল ওয়ারিশান সনদ তৈরি করে সুবিধা নিচ্ছেন। এলাকাবাসীর মতে, এসব কর্মকাণ্ড কেবল সমাজের নৈতিক অবক্ষয়ই নয়, মুক্তিযুদ্ধের চেতনার অপমান।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বললে জানা যায়, গোলাম ফারুক বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন এমন অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর