কিশোরগঞ্জ, ২৪ মে ২০২৫, শনিবার:
"আল-কুরআন বিরোধী সংবিধান থেকে দেশ ও জাতির মুক্তি চাই" — এই স্লোগানকে কেন্দ্র করে আজ কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসমাবেশ। সমাবেশটির আয়োজন করে সংগঠন ইসলামী সমাজ।
এই মহাসমাবেশে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও থানার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সংবিধানের অনৈসলামী দিকসমূহ তুলে ধরেন এবং কুরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, “একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংবিধানে যদি আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি না থাকে, তবে তা কখনোই জনগণের মুক্তি এনে দিতে পারে না।” তাঁরা আরও বলেন, “ইসলামী সমাজের মূল লক্ষ্য হলো—মানবজীবনের সর্বক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।”
সমাবেশে অংশগ্রহণকারী নেতারা দেশব্যাপী কুরআনভিত্তিক চিন্তাধারার প্রসার এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। সাধারণ জনগণের অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সমাবেশ শেষে ইসলামী সমাজ নেতৃবৃন্দ ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় অনুরূপ সমাবেশের ঘোষণা দেন।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর