মুরাদনগর প্রতিনিধি: অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় অবৈধভাবে খোলা সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ খোলা তেল, বোতল, লেবেল ও প্যাকেট। অভিযুক্ত ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে খোলা সয়াবিন তেল কিনে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নামে বোতলজাত করে বাজারে সরবরাহ করছিলেন। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও স্থানীয় পুলিশ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে ভোক্তাদের ঠকানো একটি গুরুতর অপরাধ। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “এমন প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ প্রতিদিন ক্ষতির মুখে পড়বে।”
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর