আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম আবুল কালাম আজাদ (বয়স আনুমানিক ২৮), তিনি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে রৌমারী বাজারে মাদকের লেনদেন হতে পারে। এরপর তৎপরতা চালিয়ে কম্পিউটার গলি এলাকা থেকে আবুল কালাম আজাদকে আটক করি এবং তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করি।”
তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।
এদিকে রৌমারী এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়রা পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর