আজ কিশোরগঞ্জ থেকে বালিখলা যাওয়ার পথে করিমগঞ্জ সরকারি কলেজের পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (হোন্ডা) সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খাগশ্রী আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মোঃ হারুন স্যারসহ মোট পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অন্য এক শিক্ষিকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আরও কয়েকজন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোটি করিমগঞ্জ কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি হোন্ডা বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
আহত উপাধ্যক্ষ মোঃ হারুন স্যারের বাম হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে, ইমদাদুল হক ভাইসহ অটোর আরও কয়েকজন যাত্রী অল্পতেই রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছেন।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর