রিপোর্টার: (অনিক হাসান)
স্থান: ভবানীপুর, [জেলা কুমিল্লা] | তারিখ: [২৬/৫/২০২৫]
বৃষ্টি নামলেই পানিতে তলিয়ে যায় ভবানীপুর গ্রামের রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী, বৃদ্ধ মানুষ ও কর্মজীবী মানুষজন এই অবস্থায় চরম সমস্যায় পড়েন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন সম্ভব হয় না। রাস্তাগুলো নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে দীর্ঘসময় আটকে থাকে। ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো।
গ্রামের এক বাসিন্দা বলেন, “বৃষ্টি হলেই ঘর থেকে বের হতে ভয় লাগে। রাস্তা দিয়ে হেঁটে চলাফেরা তো দূরের কথা, অনেক সময় ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ে।”
এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সঠিক ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সমস্যা সমাধানে প্রয়োজন দ্রুত পদক্ষেপ।