কিশোরগঞ্জ, ৩১ মে ২০২৫:
বাংলাদেশ জামাতে ইসলামী আজ কিশোরগঞ্জে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, “দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে অবশ্যই গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার করতে হবে।” বক্তারা জোর দিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতেই জামায়াতে ইসলামী জনগণের পাশে রয়েছে।
এ সম্মেলনে কিশোরগঞ্জ জেলার পাঁচটি আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন:
অধ্যাপক রমজান আলী
অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া
কর্নেল (অব.) ডা. জেহাদ খান
অ্যাডভোকেট শেখ মো. রুকুন রেজা
শফিকুল ইসলাম মোড়ল
মাওলানা কবির হোসেন
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধের বিকাশ কামনা করা হয়।