সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বখতিয়ার ঘাট, লক্ষণাবন্ধ এলাকায় আজ ১ জুন ২০২৫ খ্রিঃ মধ্যরাত আনুমানিক ২টা নাগাদ পাহাড় ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন:
মোঃ রিয়াজ উদ্দিন (৫০)
রহিমা বেগম (৩৩)
সামিয়া খাতুন (১৪)
আব্বাস আলী (৯)
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ইনচার্জ জনাব টিটব সিকদারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল। পরে মৃতদেহগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানানো হয়েছে।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর