শেরপুর জেলা প্রতিনিধি
প্লাস্টিক দূষণ আর নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি।
১ জুন( রোববার)উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সনাক সভাপতি এনএম সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, আরডিএস-এর প্রোগ্রাম অফিসার আব্দুল হালিম, এসিজি সদস্য রুহুল সিদ্দিকী রুমান এবং ইয়েস সদস্য শাহিন আলম।
বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। মানববন্ধনে সনাক সদস্য আবুল হোসেন খান, নাজমুল হাসান জনি, ইয়েস দলনেতা সারোয়ার হোসেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জল, অভিজিৎ সাহা, আমানুল্লাহ আসিফ, মঞ্জুরুল ইসলামসহ ,সনাক, এসিজি, ইয়েস ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।