সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চিকিৎসা শেষে বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। প্রায় এক মাস ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর ৯ জুন ভোররাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা আসেন।
বিমানবন্দরে তাকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয় এবং সব আনুষ্ঠানিকতা শেষে তিনি রাত প্রায় ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান।
ফেরার সময় সাবেক রাষ্ট্রপতি কোনো সরকারি প্রটোকল গ্রহণ না করে সাধারণ যাত্রীর মতোই দেশে প্রবেশ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে বিশ্রামে আছেন।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর