প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা শাহজাহান শিকারী ওরফে শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, আবুল এবং তারিকুলের নেতৃত্বে ইলিয়াস মোল্লার উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এসময় লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে হামলাকারীরা দলীয় নেতা-কর্মীদের উপরও হামলা চালায়।
এতে জামায়াতের আরও অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হন।আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর এক প্রতিক্রিয়ায় ইলিয়াস মোল্লা বলেন,
“নব্য ফেরাউনরা যদি আমাদের দমন করতে চায়, তবে আমরা ইনশাআল্লাহ মূসা (আঃ) হতে প্রস্তুত আছি। ইসলামপন্থীদের ভয় দেখিয়ে গণআন্দোলন থামানো যাবে না।”
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, “এই হামলা গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক সহাবস্থানের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ।” তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।
এদিকে এলাকাবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ হামলা নিয়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ লক্ষ্য করা গেছে। অনেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
📢 জনসাধারণের প্রতি আহ্বান:
সত্যের পক্ষে অবস্থান নিন, বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
শেয়ার করুন, জানিয়ে দিন — আমরা অন্যায়ের কাছে মাথানত করবো না!
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর