মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৫ ভরি স্বর্ণের নেকলেস ফেরত দিয়ে সমাজের জন্য অনুকরণীয় হয়ে উঠলেন রিকশাচালক

প্রতিবেদক
এনামুল
জুন ১৭, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ


আজকের সমাজে যেখানে মানুষ সামান্য সুযোগ পেলেই নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, সেখানে এক রিকশাচালক দৃষ্টান্ত স্থাপন করলেন সততা, নৈতিকতা ও মানবিকতার। নাম তার দিগন্ত কুমার দাস। তিনি একটি ভাড়ায়চালিত রিকশা চালান, যেটি **ধারাভাষ্যকার রবিউল ইসলাম–এর মালিকানাধীন।

ঘটনার শুরু আজ সকালে। এক গৃহবধূ (নাম প্রকাশে অনিচ্ছুক) বাজার করতে বের হন, এবং অসতর্কতার কারণে প্রায় ৫ ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস রাস্তায় হারিয়ে ফেলেন। স্বর্ণের এমন মূল্যবান গহনা হারিয়ে তিনি ভীষণ দুশ্চিন্তায় পড়েন। কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন।

ঠিক সেই সময় ওই রাস্তায় ছিলেন দিগন্ত কুমার দাস। গহনাটি রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি তা কুড়িয়ে নেন। কেউ না দেখলেও, দিগন্ত কুমার দাসের অন্তরের চোখ ছিল খোলা। সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারেন, এটি কোনো সাধারণ জিনিস নয় – এটি হয়তো কারও কষ্টার্জিত সম্পদ, হয়তো কারও পারিবারিক স্মৃতিবাহী গহনা।

তিনি মালিক খোঁজার চেষ্টা শুরু করেন এবং পরবর্তীতে নেকলেসটি নিরাপদে হারানো মালিকের হাতে ফিরিয়ে দেন। দিগন্তের এই উদাহরণ আজকের সমাজে একটি বিরল ঘটনা। তার সততা ও আন্তরিকতাই তাকে করে তুলেছে বিশেষ একজন মানুষ।

এই অসাধারণ কাজের জন্য তাকে সম্মান জানানো হয়। তার ইচ্ছানুযায়ী, তাকে উপহার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়েছে, যা তার জীবনযাত্রায় কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য আনবে বলে আশা করা যায়।

ঘটনার সাক্ষী ও নেকলেসটির মালিক পক্ষের এক সদস্য বলেন,
“এমন সত মানুষ সমাজে এখনও আছে—এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। দিগন্ত ভাই শুধু স্বর্ণের নেকলেস ফেরত দেননি, ফেরত দিয়েছেন আমাদের বিশ্বাস।”

এই ঘটনাটি শুধুই একটি গহনা ফিরে পাওয়ার নয়, এটি একটি বার্তা বহন করে—সততা এখনও জীবিত, নৈতিকতা এখনও মূল্যবান। দিগন্ত কুমার দাসের মতো মানুষেরাই প্রমাণ করেন, এই পৃথিবী এখনও টিকে আছে কিছু সত্যিকারের ভাল মানুষের জন্য।

আমরা সমাজের পক্ষ থেকে দিগন্ত কুমার দাসকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।


সংবাদ প্রতিবেদক \অনিক হাসান]
তারিখ: [৬/১৭/২০২৫]


সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শেরপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

0x1c8c5b6a

0x1c8c5b6a

উত্তরবঙ্গে শীতের প্রকোপে জীবন সংকট: মানবিকতার আওয়াজ

কুরআন-বিরোধী সংবিধান থেকে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে ইসলামী সমাজের মহাসমাবেশ অনুষ্ঠিত

দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড় ‘শক্তি’রও আশঙ্কা!

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ২ দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির।

দুদক: যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ অর্থ উদ্ধারে কাজ করছে।

মুরাদনগরে গণপিটুনিতে নিহত ৩ জন: চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

নকলায় ব্র্যাকের স্বপ্নসারথিদের ২১তম সেশন পরিদর্শন করলেন ইউএনও

পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএন জি মুখোমুখি সংঘর্ষ নিহত দুইজন।