নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারিকে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ।
শেরপুর জেলা (প্রতিনিধি)
শেরপুরের নালিতাবাড়ীতে পৌর শহরের শহীদ মিনার এলাকায় এক পিস ইয়াবহস আশরাফুল (২৩) নামে এক মাদক সেবনকারীকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুন) ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
উত্তর বাজার এলাকার প্রদীপ ধোপার ছেলে সজীব বাঘবেড় এলাকার আশরাফুলের কাছে ইয়াবা বিক্রি করে। এসময় স্থানীয় অপর যুবক বিষয়টি দেখে সংবাদকর্মীদের জানালে তারা ইয়াবাসহ সেবকারী আশরাফুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে দেহ তল্লাসী করে এক পিস ইয়াবা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আশরাফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে এর আগেই দ্রুত পালিয়ে যায় ধোপা প্রদীপ এর ছেলে সজীব।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পুলিশ উপ-পরিদর্শক রাসেল সহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।