বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ—হরমুজ প্রণালী—বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সংসদ।
রবিবার, ইরানের পার্লামেন্ট এক প্রস্তাব পাশ করে জানায়, পশ্চিমা হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করা হতে পারে।
🌊 হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য পরিমাণ পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির সংকট তৈরি হতে পারে।
সম্প্রতি ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। এই হামলার পর ইরান কূটনৈতিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে হরমুজ প্রণালী বন্ধের কথা তোলে।
এই প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। বাস্তবায়নের জন্য ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন।
📈 প্রভাব:
বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সত্যিই এই প্রণালী বন্ধ করে, তাহলে তা হবে এক ভয়াবহ বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সূচনা।
🌐 আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
ইরানের সংসদীয় সিদ্ধান্ত বিশ্বরাজনীতির বড় ধাক্কা হতে পারে। এখন দেখার বিষয়, জাতীয় নিরাপত্তা পরিষদ কী সিদ্ধান্ত নেয়। হরমুজ প্রণালী বন্ধ হলে, সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য এক বড়সড় অস্থিরতা ডেকে আনবে
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর