কিশোরগঞ্জ, ২৬ জুন ২০২৫:
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিটি আজ সকাল ১০টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়।
র্যালিতে কিশোর ও যুব সমাজের বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন ও শ্লোগানে মুখর ছিল পুরো শহর।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন,
“মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার সম্মিলিত ভূমিকা দরকার।”
র্যালির শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু আইন নয়, নৈতিক মূল্যবোধ ও ইসলামী জীবনাদর্শের চর্চা অপরিহার্য।