গৌরীপুর, ময়মনসিংহ –প্রতিনিধি
গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাওলাঠিয়া গ্রামে ঘটেছে এক বেদনাদায়ক ও ঘৃণিত অপরাধ। গ্রামের একটি কচুক্ষেতে বুদ্ধিপ্রতিবন্ধী নারী হোসনেয়ারা বেগম (৪০)-এর নিথর দেহ উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়; এটি একটি মানবতাবিরোধী পাশবিকতা।
একজন অসহায় নারী, যিনি নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখেন না—তার ওপর এমন নৃশংসতা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
আমরা জোর দাবি জানাই:
ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত হোক
অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক
দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্যতের জন্য কঠোর বার্তা দেওয়া হোক
দোয়া:
আল্লাহ হোসনেয়ারাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদের সমাজকে এমন অমানবিকতা থেকে হেফাজত করুন।