মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার সংলগ্ন করইবাড়ি গ্রামে ভয়াবহ গণপিটুনির ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কথিত মাদক সম্রাজ্ঞী রুবি আক্তার (৪৮) এবং তার ছেলেমেয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুবি আক্তার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তারা রুবি আক্তার ও তার সন্তানদের গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর