কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় প্রায় ৬০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত হিলচিয়া বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলচিয়া বাজারের একাধিক গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ৬৪ বস্তা কারেন্ট জাল (মোট দৈর্ঘ্য ১২,৪০০ মিটার, আনুমানিক মূল্য ১৭ লাখ ৯২ হাজার টাকা) এবং ১ হাজার ৫০টি চায়না/ম্যাজিক জাল (দৈর্ঘ্য ২৬,২৫০ মিটার, আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা) জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল নদীপাড়ের খোলা স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, “এই অভিযানটি আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অভিযান। ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা পর্যন্ত ধ্বংসের কাজ চলে।”
জেলা মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ কারেন্ট ও চায়না জালের অবাধ ব্যবহার মা ও পোনা মাছ ধ্বংস করছে, যা হাওরাঞ্চলের মৎস্যসম্পদের ওপর চরম হুমকি সৃষ্টি করছে। মাছের প্রজনন মৌসুমে এ ধরনের জাল ব্যবহারে হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রাচুর্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে এবং মৎস্য সংরক্ষণে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা পৌঁছে দিয়েছে।