রবিবার , ৬ জুলাই ২০২৫ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মুরাদনগরে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় মোবাইল কোর্টের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ নগর
জুলাই ৬, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে আজ শুক্রবার (৫ জুলাই ২০২৫) দুপুরে একটি মোবাইল কোর্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া শিশুদের জন্য তৈরি ফ্লেভার জেলি ও আইস ললি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে “বাদল ফুড অ্যান্ড বেভারেজ” নামক একটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। প্রতিষ্ঠানটির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চার লক্ষ টাকার নিষিদ্ধ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত ও ধ্বংস

অভিযানকালে আনুমানিক চার লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ খাদ্যদ্রব্য জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সকল খাদ্যে অননুমোদিত কৃত্রিম রং, রাসায়নিক দ্রব্য ও ক্ষতিকর ফ্লেভার ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এতে করে কোমলমতি শিশুদের স্বাস্থ্য চরম হুমকির মুখে পড়ছে।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই এসব ক্ষতিকর শিশু খাদ্য তৈরি করে আসছিল। এসব অস্বাস্থ্যকর পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো এবং অধিকাংশ ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশের দোকানগুলোতে শিশুদের কাছে বিক্রি হতো।

শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পণ্য শিশুদের শরীরে ধীরে ধীরে ক্ষতিকর প্রভাব ফেলছে। এসব কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থের ব্যবহারে শিশুদের লিভার, কিডনি ও হজম প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া এসব খাবারের প্রতি শিশুদের ঝোঁক তৈরি হয় যা তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসকেও নষ্ট করছে।

শিশুদের আকৃষ্ট করতে এসব পণ্যে বাহারি রঙ ও মনোরম প্যাকেজিং ব্যবহার করা হয়, যা শিশুদের পছন্দের বস্তুতে পরিণত হয়। অথচ এসব ‘চকচকে মোড়কে’ ঢেকে রাখা হয়েছে স্বাস্থ্যঝুঁকির মারাত্মক বিপদ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

অভিযানটি পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা শাখার প্রতিনিধিবৃন্দ এবং মুরাদনগর থানার পুলিশ সদস্যরা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা আরও কিছু প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় রেখেছে। যেখানে শিশুদের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন বা বাজারজাত করা হচ্ছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে অভিযান চলমান থাকবে

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “শিশুদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা অফিসের সুপারভাইজারের নির্দেশেসরকারি বই পাচার, নেওয়া হয়নি ব্যবস্থা।

সার্টিফিকেট/মার্কশিট হারানোর বিজ্ঞপ্তি ।

শেরপুরের নালিতাবাড়ীতে সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

রক্ত পিপাসু ইসরাইলকে কখনোই ক্ষমা করা হবে না।

জাতীয় যুব দিবস ২০২৪: তারুণ্যের শক্তিতে সমৃদ্ধির প্রত্যয়”

মেজর সিনহা হত্যা মামলার রায়: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, ৬ জনের যাবজ্জীবন।

শনিবার বিএনপির সাথে বৈঠক ড.ইউনুস।

বন্যা কবলিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ছাত্রশিবিরের মানবিক তৎপরতা।

“বঙ্গবন্ধুর বাড়িতে হামলা: রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায়”

শেরপুরে অটোচালক খুন, ছিনতাই অটোরিকশা।