ফেনী প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্রতায় উত্তাল হয়ে উঠেছে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদী। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অন্তত ১৫টি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে। নদীভাঙনের ভয়াবহতায় ইতোমধ্যে ৩০টিরও বেশি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে।
পানির তোড়ে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলের মাঠ, দুর্বল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সহায়সম্বলহীন মানুষজন আশ্রয় নিয়েছে উঁচু রাস্তা ও স্কুলে গড়ে ওঠা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।
এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে সাহসিকতার সাথে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী জেলা শাখা। তারা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করছে:
✅ উদ্ধার কার্যক্রম
✅ ত্রাণ সামগ্রী বিতরণ
✅ পানিবন্দি পরিবারে জরুরি সহায়তা পৌঁছানো
✅ ক্ষতিগ্রস্তদের মানসিক সান্ত্বনা ও আশ্বাস প্রদান
শুধু তা-ই নয়, দ্রুত সহায়তা নিশ্চিত করতে দুর্যোগকালীন জরুরি হেল্পলাইন চালু করেছে সংগঠনটি, যাতে যে কেউ তাদের পাশে দাঁড়াতে পারে অথবা সেবা গ্রহণ করতে পারে।
📞 জরুরি হেল্পলাইন:
শিবির নেতৃবৃন্দ জানিয়েছেন, “মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের স্বেচ্ছাসেবীরা দিন-রাত কাজ করে যাচ্ছে। আমরা চাই কেউ অনাহারে বা বিপদে না থাকুক।”
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর