শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা বাস মালিকদের নিকট ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় পরিবহন খাতে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন এক প্রভাবশালী যুবদল নেতা, যিনি পরিবহন মালিকদের কাছে এই মোটা অঙ্কের অর্থ দাবি করেন বলে জানা গেছে।
জেলা বাস মালিক সমিতির একাধিক দায়িত্বশীল সদস্য জানান, বিগত কিছুদিন ধরেই তাদের হুমকি-ধমকি দিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছিল। চাঁদা না দিলে বাস চলাচলে বাধা, রুটে দাঙ্গা সৃষ্টি এবং গাড়িতে ভাঙচুরের আশঙ্কার কথাও জানানো হয়।
একজন পরিবহন মালিক ক্ষোভের সঙ্গে বলেন,
“আমরা ব্যবসা করতে এসেছি, রাজনীতি নয়। হুমকি-ধমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি — এটা কেমন নৈরাজ্য!”
ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক ও চালক সমাজ আতঙ্কের মধ্যে রয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের ভাবমূর্তি নষ্ট করতে সাজানো কাহিনি।
এ বিষয়ে প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন,
“বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সত্যতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা, আর সাধারণ মানুষ চায়—চাঁদাবাজি ও ভয়ভীতি মুক্ত একটি নিরাপদ পরিবহন ব্যবস্থা।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর