তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল অবস্থা রোগীদের রুম গুলোতেও নেই সঠিক তাপমাত্রার লাইট। অন্যান্য জায়গায় নেই কোন লাইটের ব্যবস্থা এমনি করে চলছে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
নালিতাবাড়ী সদর হাসপাতালে শিশু বিভাগের নেই কোন লাইটের ব্যবস্থা , মহিলা বিভাগে ও পুরষ বিভাগে একটি করে লাইটের রয়েছে যা ভালো কেরে দেখায় যায় না।
হাসপাতালে রোগীর সাথে থাকা আত্মীয় স্বজনরা বলেন শিশু বিভাগের বারান্দায় একটি লাইট থাকলেও রুমের ভিতরে ও বাথরুমে কোন জায়গায় লাইট নেই ।
রোগীর সাথে থাকা গুজাকুড়া গ্রামের মোহন বলেন যেখানে প্রতিডা রুমেই চাইরাডা পাঁচডা লাইট থাহার কথা সেইখানে পুরা দুই তালাযর মধ্যে আছে পাচডা লাইট। রাইতে বেলায় লাইটের ব্যবস্থা না থাহার কারণে রোগী গুলারে ভাত আর ওষুধ খাওয়ানো বিরাট মুশকিল অইয়া যায়। আরা বাথরুমে নিতে চাইলেতো রক্ষা নাই।
এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত টিএইচও তৌফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন আমি খুব দ্রুতই লাইট লাগানোর ব্যবস্থা করবো।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর