তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার জুন/২০২৫ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে অভিন্ন মানদণ্ডে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ জুলাই ২০২৫) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম (বিপিএম-সেবা) এর সভাপতিত্বে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয় ওসি মোঃ সোহেল রানা এর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এছাড়া একই অনুষ্ঠানে নালিতাবাড়ী থানার এসআই আবু তালেব শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) এবং এএসআই মো. উমর ফারুক শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার অর্জন করেন এসআই বিল্লাল হোসেন।
পুরস্কার গ্রহণের পর ওসি মোঃ সোহেল রানা বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি নালিতাবাড়ী থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফসল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সম্মানিত পুলিশ সুপার স্যারের প্রতি এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় সহকর্মীদের যাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এটি সম্ভব হতো না।”
জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অব্যাহত অবদানের জন্য নালিতাবাড়ী থানার এ সাফল্যকে জেলা পুলিশের একটি অনন্য অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।