তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের হলরুম ‘তেপান্তর’-এ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।