গোমতী নদীর পাড়ে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে (কুমিল্লা): অনিক হাসান
গোমতী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। নিহত যুবকের নাম আমির হামজা আমজাদ (২৪)। তিনি মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং কালা মিয়া ও নুরজাহান বেগম দম্পতির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে পারিবারিক একটি বিষয়ে রাগ করে আমজাদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নদীর পাড় থেকে লাশ উদ্ধারের ছবি, সাথে থাকা মোবাইল ফোন ও পরনে থাকা কাপড় দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং নিশ্চিত হন যে এটি তাদের নিখোঁজ ছেলে আমজাদ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
--
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর