তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আরও একজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার গোজাকুড়া ও বাদলাকুড়া মানিকচাঁদ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ।
নালিতাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে এসআই রাসেল রেহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোজাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি—মো. শফিকুল ইসলাম (৪৫) ও মো. আব্দুছ সামাদ (৩৯) কে আটক করে। অভিযানের সময় শফিকুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩৮) গাঁজার একটি পুঁটলি নিয়ে পালিয়ে যায়।
পরে রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) মো. নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বাদলাকুড়া মানিকচাঁদ পাড়া কাঁচা রাস্তার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি জহুর আলী (৩২) কে আটক করে। এ সময় তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে ২৩ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ হাজার ৯০০ টাকা। অভিযানের সময় সাহাজুল মিয়া নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং আশপাশের এলাকায় গাঁজা ও ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।