নিকলী-বাজিতপুর :–
নিকলী-বাজিতপুরে মানুষের আস্থার নাম অধ্যাপক মো. রমজান আলী।
এখনও জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না হলেও, মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে যিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন—তিনি হলেন নিকলী-বাজিতপুরের গর্ব, মাজলুম জনতার কণ্ঠস্বর, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিকলী-বাজিতপুর আসনের সম্ভাব্য প্রার্থী।
সম্প্রতি অধ্যাপক রমজান আলী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের সঙ্গে। এ সময় তিনি কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলের রেলসেবার উন্নয়ন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।
তিনি যেসব দাবির বিষয়টি তুলে ধরেন:
🔹 কিশোরগঞ্জ-সিলেট রুটে আন্তঃনগর ট্রেন চালু
🔹 ভৈরব-ময়মনসিংহ কমিউটার ট্রেন চালু
🔹 বিজয় এক্সপ্রেস ট্রেন বন্ধের সিদ্ধান্ত বাতিল
ডিজি মহোদয় এসব দাবিকে "সম্পূর্ণ যৌক্তিক" বলে উল্লেখ করেন এবং বিশেষভাবে আশ্বস্ত করেন যে, “বিজয় ট্রেন বন্ধ হচ্ছে না”।
অধ্যাপক রমজান আলীর এই উদ্যোগ প্রমাণ করে—তিনি কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। জনসেবায় এমন প্রতিশ্রুতি ও কার্যক্রমই একজন প্রকৃত জনপ্রতিনিধিকে গড়ে তোলে।
✅ এই ধরনের আন্তরিক নেতৃত্বই সমাজের প্রকৃত পরিবর্তনের পথ দেখায়।
📌 অধ্যাপক রমজান আলীর মতো নেতৃত্বই ভবিষ্যতের জন্য আমাদের আশার আলো।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর