তানিম আহমেদ নালিতাবাড়ী (প্রতিনিধি)
নালিতাবাড়ী, শেরপুর: আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে নালিতাবাড়ী উপজেলায় অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ অনুযায়ী, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা যানবাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে, যেকোনো প্রকার বেআইনী সমাবেশ, জনসমাগম, এবং আগ্নেয়াস্ত্র বহন ও শোভাযাত্রাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফটোকপি মেশিন, মোবাইল ফোন এবং অন্য যেকোনো ডিভাইস যা দিয়ে নকল করা সম্ভব, তার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, পরীক্ষার্থী ও পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের শ্রুতিগোচরে কোনো প্রকার মাইক, লাউডস্পিকার, রেডিও অথবা অন্য কোনো শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণ সৃষ্টি করা যাবে না, যা পরীক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটাতে পারে।
আদেশে আরও বলা হয়েছে যে, এমন কোনো কাজ করা বা কোনো আচরণ করা যাবে না যা সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে।
এই নিষেধাজ্ঞাগুলো পরীক্ষার দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উপজেলা প্রশাসন আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে নালিতাবাড়ীতে আসন্ন পাবলিক পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার পাঁচটি মূল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজ, তারাগঞ্জ ফাজিল মাদরাসা, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এছাড়াও অন্যান্য ভেন্যু কেন্দ্রেও এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।