রিপোর্টার: অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার শোলাপুকুরিয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) সন্ধ্যায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪ বছর বয়সী এক শিশুর।
নিহত শিশুর নাম (শিশুর নাম জানা না থাকায় উল্লেখ করা হয়নি), সে শোলাপুকুরিয়া গ্রামের কাদের মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির দাদা নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। দাদার পেছন পেছন শিশুটিও বের হয়ে আসে। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, ছোট্ট শিশুটির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এ ঘটনার পর থেকে শিশুটির পরিবার গভীর শোক ও বিষণ্নতায় ভেঙে পড়েছে।