শেরপুরের নালিতাবাড়ীতে ৬ বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এই পাশবিক ঘটনায় অভিযুক্ত যুবক আতিকুর রহমান (২৫) পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটি আরেক শিশুর সঙ্গে বাড়ির বাইরে খেলছিল। এ সময় আতিকুর রহমান তাদের দোকান থেকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটু দূরের একটি পরিত্যক্ত ভিটার বাগানে নিয়ে যায়। সে সঙ্গে থাকা অন্য শিশুটিকে রাস্তায় বসিয়ে রেখে ওই কন্যাশিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর অসুস্থ অবস্থায় শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসলে বিষয়টি প্রকাশ পায়।
ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুর মা নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “অভিযুক্ত আতিকুর রহমানকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”