শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান: ৯ জন কারাদণ্ডপ্রাপ্ত, ৯টি ট্রাক জব্দ

প্রতিবেদক
নিউজ নগর
জুলাই ৪, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার এবং কালাকুমা এলাকায় গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) দিবাগত রাত ১২টা থেকে আজ শুক্রবার সকাল ৯:৩০টা পর্যন্ত অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করার অপরাধে ৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৯টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছিল বলে অভিযোগ রয়েছে, যা পরিবেশ ও সড়কের ব্যাপক ক্ষতি সাধন করছে।

গ্রেফতার কৃতরা হলেন জামির হোসেন (৩২), পিতা মগর আলী, সাং- কালাকুমা – ১৫ দিনের কারাদণ্ড মো: গাজী শেখ (২৮), পিতা আজিজুল শেখ, সাং চুরখাই, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড
আরিফুল ইসলাম সোহাগ (২২), পিতা আব্দুল কাদির জিলানী, সাং- মধ্যকটিচরপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ – ৭ দিনের কারাদণ্ড মো: রাকিব হোসেন (২২), পিতা মো: হাফেজ আলী, সাং চুরখাই, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড আব্দুল রাসেল (২৫), পিতা আব্দুল লতিফ, সাং চুরখাই, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড মো: মমিন মিয়া (২০), পিতা মঞ্জুরুল মিয়া, সাং পাকুন্দিয়া, কিশোরগঞ্জ – ৭ দিনের কারাদণ্ড জহুরুল ইসলাম খোকন (৪২), পিতা মৃত জিন্নত আলী, সাং কালাকুমা, নালিতাবাড়ী – ১৫ দিনের কারাদণ্ড মো: আব্দুল কাদির (৩৩), পিতা আমজাত আলী, সাং উত্তর আন্ধারুপাড়া, নালিতাবাড়ী – ৭ দিনের কারাদণ্ড মো: রুকন (২৭), পিতা মৃত আজিজুল হক, সাং বাগানগ্রাম, ত্রিশাল, ময়মনসিংহ – ১৫ দিনের কারাদণ্ড

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় এবং সরকারি নীতিমালা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর।

সর্বশেষ - অন্যান্য