আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাউয়ার চর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জিঞ্জিরাম নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ৯০ বছর বয়সী বৃদ্ধা জহুরা খাতুন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর, শুক্রবার দুপুরে নদীতে কচুরিপানার মধ্যে তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারে তার প্রতি ছিল অবহেলা ও অযত্ন। বয়সের ভারে ন্যুব্জ হয়েও প্রতিদিনের ঘর-সংসারের কাজ শেষ করে নদীতে যান গোসল করতে। সেই অভ্যাসই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় মৃত্যুর কারণ।
স্থানীয় এক প্রতিবেশী জানান, “আমরা প্রায়ই দেখতাম জহুরা খাতুন একাই সব কাজ করেন, কেউ কখনো তার খোঁজ নিত না। খুব কষ্ট করে জীবন কাটাচ্ছিলেন তিনি।”
এই ঘটনাটি শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং সমাজে বয়স্কদের প্রতি অবহেলার এক করুণ প্রতিচ্ছবি। জহুরা খাতুনের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজে বয়স্কদের সুরক্ষা ও যত্ন কতটা জরুরি।