মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে গণপিটুনিতে নারীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে শুক্রবার (৪ জুলাই) রাতে বাঙ্গরা বাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় প্রভাবশালীসহ বহু ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে উপজেলার আকবপুর এলাকা থেকে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান।
তিনি জানান, “এ ঘটনায় আমরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তদন্ত চলছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি এলাকায় তিনজনকে সন্দেহভাজন মাদক কারবারি হিসেবে পিটিয়ে হত্যা করে স্থানীয় জনতা। নিহতরা হলেন রুবি আক্তার (৪৮), তার ছেলে হৃদয় (২০) ও মেয়ে অন্বেষা (১৪)।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
—