রৌমারী উপজেলা প্রতিনিধি : আকাশ খান
১ নভেম্বর ২০২৪ — আজ সারা দেশে জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য তরুণদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
এ বছরের প্রতিপাদ্য হলো’
” দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ,”
যা তরুণদের সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণের গুরুত্বকে তুলে ধরেছে। যুব সমাজের বিকাশ ও তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
শুক্রবার সকালে রৌমারী উপজেলা জাতীয় যব দলের পক্ষে থেকে আলোচনা সভায় আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় রৌমারী উপজেলা যুবকদের নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। যার মধ্যে রয়েছে যুব মেলা, আলোচনা সভা এবং বিভিন্ন উদ্ভাবনী প্রতিযোগিতা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন আকন্দ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক সুজন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক বাবু,সদস্য রোমান, কাজল, আয়নাল,ওয়াদিল, ও যাদুরচর ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়া, সদস্য সচিব লাল মিয়া লেবু সহ অত্র ইউনিয়ন যুবদলের সকল নেতা কর্মীরা।
জাতীয় যুব দিবসে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে।
বক্তৃতার এক পর্যায়ে যুবদলের সভাপতি আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকে উল্লেখ করে বলেন ৫ আগস্ট ২০২৪ইং বাংলাদেশর সব থেকে বড় জালিম সরকারের পতন হয়েছে এ সরকারের পতনের পথে পুরো দেশ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে মানুষ তাদের স্বাধীনতা পেয়েছে মানুষ বাক স্বাধীনতা সহ তাদের কথা বলার পূর্ণ অধিকার ফিরে পেয়েছে। এই স্বাধীনতা অর্জনের পিছনে সব থেকে বড় ভূমিকা রেখেছে যুবকেরা। যুবকদের বুকের তাজা রক্তের মাধ্যমে আজ বাঙালি ঘুষখোর সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে। যুবকদের পক্ষে থেকে যুবদলের সভাপতি বলেন যুবুকেরা এই স্বাধীনতা ধরে রাখতে চায়। আওয়ামী লীগের মতো স্বৈরাচারী সরকার যেন ভবিষ্যতে আর কখনো রাজনীতিতে এবং ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে তিনি রৌমালি উপজেলা সর্বস্তরের মানুষদেরকে আহ্বান জানান।