আকাশ খান (কুড়িগ্রাম প্রতিনিধি)
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী দিন দিন তাদের প্রচারণা জোরদার করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই তৎপরতা আরও বেড়েছে।
গতকাল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেওয়ারচর বাজারে জামায়াতে ইসলামী কুড়িগ্রাম-৪ আসনের উদ্যোগে এক কর্মী বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের জামায়াতের আমির আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়া স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বক্তব্যে বলেন, “ইসলামের সঠিক প্রচার ও প্রসার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একমাত্র ইসলামী আদর্শের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।” তিনি খেওয়ারচর ইউনিয়নের নতুন কর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান।
উপস্থিত কর্মীরা আলোচনায় একমত হয়ে বলেন, ইসলামী আন্দোলনকে আরও এগিয়ে নিতে তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কুড়িগ্রাম-৪ আসনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন এলাকায় কর্মী সভা ও জনসংযোগের মাধ্যমে ইসলামের মর্মবাণী পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে তারা।
এই ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণ ইতিবাচক সাড়া দিচ্ছে বলে জানা গেছে। ইসলামী আন্দোলনের প্রচারকাজকে আরও গতিশীল করার জন্য নেতৃবৃন্দ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন।